গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২১
১১:৩৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২১
১১:৩৯ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সূচনা প্রকল্পের উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সূচনা প্রকল্পের উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা প্রকল্প সমন্বয়কারী মাহফুজার রহমান, উপজেলা পুষ্টি কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।
এফএম/আরআর-০৪