নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
সিলেট মা ও শিশু হাসপাতালে এক শিশু মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা বিক্ষোভ করেছেন। মৃত শিশুর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতেই শিশুটি মারা যায়। কিন্তু স্বজনদের তা জানানো হয়নি। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালের বিল পরিশোধের পর তাদের বাচ্চার মরদেহ দেওয়া হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি সত্য নয়। অতি উৎসাহী কিছু মানুষের প্ররোচনায় স্বজনরা হাসপাতালে কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে প্রশাসনের সামনে তাদের পুরো বিষয়টি বুঝিয়ে বললে তারা চলে যান।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের সোবহানিঘাটস্থ মা ও শিশু হাসপাতালে এই ঘটনা ঘটে।
শিশুর স্বজনদের মাধ্যমে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শিশু আরিয়ানকে নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কর্তপৃক্ষ শিশুকে আইসিইউতে ভর্তি করেন। তবে বুধবার তিনটার দিকে স্বজনরা বাচ্চাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি ভালো আছে। পরে স্বজনা হাসপাতালের বিল পরিশোধ করলে তারা বাচ্চার মরদেহ পান।
শিশু আরিয়ানের বাবা জাবেদ আহমদ সিলেট মিররকে বলেন, ‘আমার বাচ্চা গত রাতেই মারা গেছে। তবুও তারা আমাকে জানায়নি। আজ বিল পরিশোধের পর বাচ্চার লাশ পেলাম।’
এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাচ্চার লাশ দাফনের পর আমরা বিষয়টি ভাববো।’
আর মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক মুরশেদুর রহমান সিলেট মিররকে বলেন, ‘বাচ্চার শারিরীক অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। তাই তাকে আমরা লাইফ সাপোর্টে রাখি। তবে আজ তারা শিশুকে নিয়ে যেতে চাইলে তখন লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তার কিছুক্ষন পর বাচ্চাটি মারা যায়।’
তিনি আরও বলেন, ‘তারা যে অভিযোগ করছে বাচ্চাটি গতরাতেই মারা গেছে। সেটি সত্য নয়। কারণ বাচ্চা কখন মারা গেছে তা ইজিসি করলেই প্রমাণ পাওয়া যাবে। স্বজনরা শিশুর লাশ নিয়ে গাড়িতে উঠে গেলেও পরে কিছু অতিউৎসাহী মানুষ তাদের আবার হাসপাতালে নিয়ে এসে কিছু হাঙ্গামা করায়। তবে পরে পুরো বিষয়টি প্রশাসনের সামনে তাদের বুঝিয়ে বলা হয়েছে।’
এনএইচ/বিএ-০৮