সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
পরিবেশের ওপর প্লাস্টিকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা অনেকেই কম-বেশি জানি। তবে এ ব্যাপারে কি আমরা সবাই সচেতন? নিশ্চয়ই না। সবাই সচেতন হলে নিয়ন্ত্রণে চলে আসতো পরিবেশ দূষণের ভয়াবহতা।
এবার এই দূষণের বিষয়টিকে সবার সামনে ভিন্নভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে চারুশিক্ষার প্রতিষ্ঠান 'চিত্রন'। বিষয়টিকে উপজীব্য করে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিত্র কর্মশালা ও প্রদর্শনী। ফেলনা প্লাস্টিকের সাহায্যে কিভাবে শিল্প সৃষ্টি করা যায় তা নিয়েই এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ০১৭১২৭৮৩২০৫ নম্বরে ফোন করে নাম নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। আর প্রদর্শনীর জন্য পরিবেশের ওপর প্লাস্টিকের ভয়াবহ প্রভাব বিষয়ে কোয়ার্টার কার্টিজ পেপারে উন্মুক্ত মাধ্যমে চিত্রকর্ম জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১০ থেকে তদূর্ধ্ব। চিত্রকর্ম জমা দেওয়া ও কর্মশালার সময় আগামী শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা।
ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকে ও এফআইভিডিবি'র উদ্যোগে এ আয়োজনটি করছে চিত্রন চারুশিক্ষালয়। প্রদর্শনীর জন্য জমা দেওয়া ছবি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকে'র ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হবে।
যে কোনো প্রয়োজনে চিত্রন চারুশিক্ষালয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে ৮, মনিপুরী রাজবাড়ী (আয়েশা মেডিকেয়ারের বিপরীতে), সিলেট এই ঠিকানায় অথবা ০১৭১২৭৮৩২০৫ নম্বরে।
আরআর-০৮