নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ৩৩ কেভি'র লুক লাইন ছিঁড়ে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল নগরের বেশকিছু এলাকা। হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ায় নগরবাসী দুর্ভোগে পড়েন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জানান, সন্ধ্যা ৭টার দিকে আম্বরখানা ফিডারে ৩৩ কেভি লুকের তার ছিঁড়ে গিয়েছিল। এ কারণে ইনকামিং আউটলাইনে সংযোগ বিচ্ছিন্ন হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে তাদের আওতাধীন এলাকা। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে প্রকৌশলীরা দুইঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করেন এবং রাত সাড়ে ৯টার দিকে আবারও স্বাভাবিক হয় বিদ্যুৎসংযোগ।
নগরের নবাবরোড, ওসমানী মেডিকেল, খাসদবীর, ঘাসিটুলা, সার্কিট হাউজ, জিন্দাবাজার, রিকাবীবাজার, জেলরোড, মির্জাজাঙ্গাল, আম্বরখানা, কাজীটুলা, সাপ্লাই, নয়াসড়ক, মিরবক্সটুলা, হাউজিং এস্টেট, জালালাবাদ, মিরাবাজার, বালুচর, শিবগঞ্জ, উপশহরসহ বেশকিছু এলাকা তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে, এসব এলাকায় কর্মব্যস্ততায় ভাটা পড়ে।
মেডিকেল নবাবরোড এলাকার বাসিন্দা আইনুল হক জানান, তীব্র গরমে সারাদিন বেহাল অবস্থা ছিল। এর মধ্যে সন্ধ্যা নামতেই বিদ্যুৎহীন হওয়ায় ঘরে বসে কাজ করার সুযোগই ছিল না। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বিদ্যুৎহীন হওয়ায় দোকানে ব্যবসা পরিচালনাও কঠিন হয়ে পড়ে।
নগরের রিকাবীবাজারের ফার্মেসি ব্যবসায়ী রনি আহমদ জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা চরম দুর্ভোগে পড়েন। ব্যাহত হয় চিকিৎসা সেবা। জেনারেটর চালিয়ে কিছুক্ষণ সেবা অব্যাহত রাখা হয়। তবে, ডায়াগনস্টিক কার্যক্রম একপর্যায়ে বন্ধ হয়ে যায়। পরে, রাত পৌনে ৯টায় বিদ্যুৎ আসায় কার্যক্রম আবারও স্বাভাবিক হয়।
এসএইচ/বিএ-১৪