ফেঞ্চুগঞ্জে ধান রাখা নিয়ে বাকবিতণ্ডা, হামলায় বৃদ্ধ নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ধান রাখা নিয়ে বাকবিতণ্ডা, হামলায় বৃদ্ধ নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে ধান রাখা নিয়ে হামলায় লিয়াকত আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্প‌তিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লিয়াকত আলী ওই গ্রামের মস্তকিন আলীর ছেলে।

নিহতের ছেলে নুরুল ইসলাম জানান, তার বাবা বৃহস্পতিবার দুপুরে ধান কাটতে হাওরে যান। তার পাশাপাশি ধান কাটছিলেন একই গ্রামের মাহতাব মিয়া। কাটা ধান রাখার জায়গা নিয়ে লিয়াকত আলীর সঙ্গে মাহতাব মিয়া ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। পরে মাহতাব মিয়া ও নুরুল মিয়া মিলে লিয়াকত আলীকে মারধর শুরু করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে লিয়াকত আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাওরে থাকা লোকজন লিয়াকত আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


আরআর-০৪