গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি এর চেয়ারম্যান (সচিব) এ বি এম আজাদ সিলেটের গোলাপগঞ্জে এলপিজি প্ল্যান্ট পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি প্ল্যান্ট পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রায় ১ বছর ধরে বন্ধ থাকা প্ল্যান্টের ব্যাপারে কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি প্ল্যান্টের উৎপাদন কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, প্ল্যান্ট বিপিসি'র সম্পদ। এটা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা প্ল্যান্টর জন্য আমাদের সাধ্যমতো সবকিছু করব। তিনি প্ল্যান্টের ব্যাপারে সব তথ্য সংগ্রহের জন্য এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিপিসি'র ব্যাবস্থাপনা পরিচালক (অপারেশন) মেহেদী হাসান, পদ্মা পেট্রোলিয়ামের এমডি মো. মাসুদুর রহমান, মেঘনা পেট্রোলিয়ামের এমডি মীর সাইফুল্লাহ আল খালেদ, যমুনা পেট্রোলিয়ামের এমডি গিয়াস উদ্দিন আনসারী, এলপি গ্যাসের ব্যাপস্থাপনা পরিচালক আবু হানিফ, জিএম (অ্যাকাউন্ট) নেয়ামত উল্লাহ, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ এলপি গ্যাস প্ল্যান্টের ডিজিএম আব্দুল মোবিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আলতাফ হোসেন প্রমুখ।
এফএম/আরআর-০৫