অবশেষে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে কাটা হলো বাংলাদেশের নাম

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন



অবশেষে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে কাটা হলো বাংলাদেশের নাম

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশকে ‘রেড এলার্ট’ তালিকায় রেখেছিল যুক্তরাজ্য। এতে করে স্টুডেন্ট ভিসাসহ অন্যান্য ভিসাধারীরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গেলে কোয়ারেন্টিনে থাকতে হতো। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় এবার রের্ড এলার্ট তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর ফলে এখন থেকে বাংলাদেশিদের যুক্তরাজ্যে যাওয়ার পর কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। 

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর! ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড এলার্ট থেকে এম্বারে (কর্তন) নিয়ে এসেছে। সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের সঙ্গে আমাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সেখানে আমরা রেড এলার্ট তুলে নেওয়ার অনুরোধ করি। ৫০ বছরের বন্ধু বাংলাদেশকে রেড এলার্টে রাখা কোনোভাবেই সমীচীন নয়। তাছাড়া ৫ থেকে ৬ হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে আছেন। তাদের ওপরও একটি অন্যায় হচ্ছে।’

লাল তালিকা থেকে বাংলাদেশের নাম তুলে নেওয়ায় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। 

আরসি-১০