জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:২৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:২৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মহিবুর রহমানের ছেলে জিয়াউর রহমানের (২০)। দীর্ঘ প্রেমের সূত্রে গত ৩০ আগস্ট সকাল ১০টায় ভিকটিমের বাড়ি নয়াগাতী থেকে নম্বরবিহীন টোকেন দ্বারা পরিচালিত একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিমবালিপাড়া গ্রামের গাছবাড়ী রাস্তার ব্রিজের উপরে নিয়ে যান জিয়াউর। সেখানে তরুণীকে ধর্ষন করেন তিনি। পরে তরুণীকে বিয়ে না করতে বিভিন্ন তালবাহানা করতে থাকেন জিয়াউর।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি জিয়াউর রহমানকে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে আটক করেছি।
আরকে/আরআর-০১