জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:৪০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:৪০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে যৌতুক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় হরিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে বদরুল ইসলামের (৩২) স্ত্রী মনিরা বেগম (২৬) স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। দুই লাখ টাকা যৌতুক দাবি করে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর একাধিকবার মনিরাকে নির্যাতন করেন বদরুল। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ করেন। পুলিশ নির্যাতনের বিষয়টি তদন্তপূর্বক অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।
শুক্রবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরুল ইসলামকে হরিপুর বাজার থেকে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ভিকটিমের আবেদনটি তদন্তপূর্বক মামলা হিসেবে রেকর্ড করি এবং দ্রুত সময়ের মধ্যে কৌশল অবলম্বন করে যৌতুকলোভী স্বামীকে শুক্রবার সকাল ৮টায় হরিপুর বাজার থেকে গ্রেপ্তার করি। পরে সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
আরকে/আরআর-০২