সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসি আর ল্যাব স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এসময় সিভিল এভিয়েশন এর চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, আগামী তিন চার দিনের মধ্যে ল্যাব স্থাপনসহ আরটি পিসিআর কার্যক্রম শুরু হবে।
সাইট পরিদর্শনের সময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়গনোস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে। সংযুক্ত আরব আমিরাতে কাজ করা প্রবাসীরা সেদেশের সিভিল অ্যাভিয়েশনের শর্ত মতে, যাত্রার আগে বিমানবন্দরে সবশেষ ছয় ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ পাওয়ার ব্যবস্থা না থাকায় তারা দুর্ভোগে পড়েন।
দ্রুত সমস্যা সমাধানের জন্য কয়েকদিন আগে দীর্ঘ সময় ধরে এসব প্রবাসীরা আন্দোলনও করেন।
বিএ-০৫