বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২১
০৫:৫৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
০৫:৫৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলী (৩৮) কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। সে উপজেলার আতাপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাতক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মামলা নং ১৮/১৫ইং। আর ওই মামলায় আদালত তাকে ১৫ বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
এ এস/বি এন-০৩