সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকার্যের তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ সোমবার শুরু হয়েছে।
তৃতীয় দফার প্রথম দিনে চারজন সাক্ষীর হাজিরা দিয়েছে রাষ্ট্রপক্ষ। তারা হলেন- মো. আবদুল হামিদ, ফিরোজ মাহমুদ, শওকত আলী, সার্জেন্ট মো. আয়ুব আলী। এদের মাঝে আবদুল হামিদকে দিয়ে সোমবার ১০টা ২০ মিনিটে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এখন তাকে জেরা করছে আসামিপক্ষের আইনজীবীরা।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এসব্য তথ্য জানিয়েছেন।
সরকারি কৌঁসুলি ফরিদ বলেন, মামলার তৃতীয় দফা সাক্ষ্য চলবে ২০, ২১, ২২ সেপ্টেম্বর। এ তিনদিনে একাধিক সাক্ষীকে আদালতে উপস্থাপন করার উদ্যোগ রয়েছে। প্রথমদিন চার সাক্ষীর হাজিরা দিয়েছি। আসামি পক্ষের আইনজীবীদের সহযোগিতা পেলে আজ চারজনের সাক্ষীই সম্পন্ন করার প্রচেষ্টা থাকবে। ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের শেষ দিনে ৬ষ্ঠ সাক্ষীর জেরা শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তৃতীয় দফার সাক্ষ্যগ্রহণের এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, অন্যদিনের মতো সোমবার সকাল পৌনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।
পিপি অ্যাডভোকেট ফরিদ বলেন, আমাদের প্রচেষ্টা সব সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করার। তবে, আসামি পক্ষের আইনজীবীদের অসহযোগিতায় সেটা সম্ভব হয় না।
আদালতে উপস্থিত আসামিরা হলেন-বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেব নাথ। এছাড়া হাজির আছেন- আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ এবং টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুুরল আমিন, মো. নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।
আরসি-০৮