সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২১
০৬:০১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৬:০১ অপরাহ্ন
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাকে বিজয়ী ঘোষণা করে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এই গণবিজ্ঞপ্তি জারি করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ সেপ্টেম্বর। এদিন জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন একমাত্র প্রার্থী। তাই একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। আর যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তিনি জানান, এখন গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।
অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এই আসনের উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। তবে একক প্রার্থী হিসেবে প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ভোটের আর প্রয়োজন হচ্ছে না।
আরসি-০৯