নিরাপদ শহরের তালিকায় দুই ধাপ এগোল ঢাকা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২১
০৮:২০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৮:২০ অপরাহ্ন



নিরাপদ শহরের তালিকায় দুই ধাপ এগোল ঢাকা

 বৈশ্বিক মহমারি করোনাভাইরাসের কারণে সাম্প্রতিক সময়ে ‘নিরাপদ’ এর সংজ্ঞা বদলে গেছে। এর মধ্যে ২০২১ সালের নতুন এক সূচকে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় দুই ধাপ উন্নতি হয়েছে ঢাকার।

লন্ডনভিত্তিক প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকনোমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বিশ্বের নিরাপদ শহরের সূচক প্রকাশ করেছে। ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, অবকাঠামো, ব্যক্তিগত সুরক্ষার সঙ্গে এবার নতুন করে যুক্ত পরিবেশগত সুরক্ষার ভিত্তিতে বিশ্বের মোট ৬০টি শহরকে নিয়ে নির্ধারণ করা হয়েছে কোন শহরটি নিরাপদ।

দুই বছর অন্তর প্রকাশিত নিরাপদ শহরের তালিকায় ইকনোমিস্টের বিচারে এবার ঢাকার শহরের অবস্থান ৫৪তম। সর্বশেষ ২০১৯ সালের তালিকায় ৫৬তম অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এর আগে ২০১৭ সালে ঢাকা ছিল ৫৮তম অবস্থানে। তবে ২০১৫ সালে ৫০টি শহরকে নিয়ে তালিকা করায় সেবার ঢাকার নামই ছিল না।   

বি এন-০৬