সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ছোট ছেলে, লন্ডন প্রবাসী মাওলানা ফজলুর রহমান তায়েফ। রবিবার দিবাগত রাত ১০টায় নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না---রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে তায়েফ গত কিছুদিন ধরে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা জানান, ‘লন্ডন প্রবাসী তার ছোট ভাই কিছুদিন আগে দেশে আসেন। এরপর জ্বরসহ অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দেয়। এসময় নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্ট খোলার পর রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা সোমবার সকাল ১১টায় কাজিরবাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এএফ/০১