ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২১, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় উপনির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহিনী বেগম। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ হাজার ৪শ ৪৮টি ভোটভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ ৫৩টি ভোট।

সোমবার (২০ সেপ্টম্বর) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৭৯ হাজার ৭৬৫ জন।

সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিকেল পর্যন্ত অধিকাংশ কেন্দ্রই ভোটার উপস্থিতি ছিল কম। ভোটারবিহীন কেন্দ্রে অনেকটা অলস সময় কাটিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শান্তির্পূণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ ও র‍্যাবকে টহল দিতে দেখা গেছে। তবে কোথাও কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। 

এসএ/বিএ-০৬