সিলেটে করোনা শনাক্তের হার নেমেছে পাঁচের নিচে

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২১, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
০৫:০৩ পূর্বাহ্ন



সিলেটে করোনা শনাক্তের হার নেমেছে পাঁচের নিচে

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কমেছে হাসপাতালে রোগীর চাপও।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত বিভাগে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৩০ শতাংশ। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য রাখা ৯০ শতাংশের বেশি শয্যাই এখন খালি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৩৭টি নমুনা পরীক্ষা হয়। এ সব নমুনায় করোনা শনাক্ত হয় ৩৬ জনের। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪.৩০ শতাংশ। এর আগে গত জুলাইয়ে সংক্রমণ চূড়ায় থাকাকালে বিভাগে শনাক্তের হার ৩০ শতাংশের বেশি ছিল।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকায় করোনার সংক্রমণের হার ৫ শতাংশে নামলে এবং তা পরপর চার সপ্তাহ অব্যাহত থাকলে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে ১৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ১৫ জন মৌলভীবাজার জেলার। এ দিন করোনা আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়। তিনি সিলেট জেলার বাসিন্দা।

সিলেটে গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু ঘটে ১৫ এপ্রিল। ওই বছরের জুন-জুলাইয়ে সংক্রমণ বাড়তে থাকে। তবে আগস্টের পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে। চলতি বছরের প্রথম দুই মাস সংক্রমণ ছিল নিয়ন্ত্রণে। তবে মার্চের শেষ দিকে আবারও সংক্রমণ বাড়তে থাকে। এপ্রিলে কঠোর বিধি-নিষেধের জন্য শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে।

তবে জুনের শেষ দিকে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে আবারও সংক্রমণ বাড়তে থাকে। জুলাইয়ে সংক্রমণ ছিল চূড়ায়। প্রতিদিন শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড হতে থাকে। তবে মধ্য আগস্ট থেকে আবারও শনাক্ত কমতে শুরু করে। আর চলতি মাসে এসে কমতে শুরু করে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ কমায় বিভাগের হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যাও কমতে শুরু করেছে।

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫ জন সিলেট জেলার হাসপাতালে এবং একজন মৌলভীবাজার জেলার হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৯৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চার জেলায় করোনা রোগীদের জন্য শয্যা রয়েছে ১ হাজার ১২৫টি। অর্থাৎ ৯১.৪৬ শতাংশই খালি রয়েছে। বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে চারজন চিকিৎসাধীন আছেন। হবিগঞ্জ জেলায় এখন করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সংক্রমণ কমায় বিভাগের হাসপাতালগুলোতে রোগী এখন কম। তবে করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এনএইচ/আরসি-০২