সিলেটে একসঙ্গে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২১
০৪:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



সিলেটে একসঙ্গে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরের মজুমদারী এলাকায় আপন দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, নগ‌রের মজুমদারী এলাকার কোনাপাড়া ৩১নং বাসার  মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদের উপর থাকা পিলারের রডের সঙ্গে দুই বোনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির সিলেট মিররকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।'

এনএইচ/আরসি-০৫