কানাইঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ ভারতীয় একনলা একটি পাইপগান উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।
সুরইঘাট বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ১৩০৯ নম্বর মেইন পিলারের পাশে ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য দায়িত্বপালন করছিলেন। এ সময় সীমান্তের গঙ্গার জোম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ ভারতীয় একনলা পাইপগানটি উদ্ধার করেন তারা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জিডি মূলে পাইপগানটি কানাইঘাট থানার পুলিশের হেফাজতে দিয়েছে বিজিবি।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। গত ১ মাসে সুরইঘাট ক্যাম্পের অধীনস্থ সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে লাখ লাখ টাকা মূল্যের বাংলাদেশি মটরশুটি ও ভারত থেকে অবৈধভাবে আসা নাছির বিড়িসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।
সীমান্ত এলাকা দিয়ে অবাধে মটরশুটি ভারতে পাচারের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিজিবির এ কর্মকর্তা বলেন, প্রতিদিন মটরশুটি আটক করা হচ্ছে। বর্তমানে সুরইঘাট সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজর থাকার কারণে সব ধরনের চোরাচালান কর্মকাণ্ড একেবারে কমে গেছে।
এমআর/আরআর-০৩