বিমানবন্দর এলাকায় টিলাকাটায় জরিমানা, আটক ১

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২২, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



বিমানবন্দর এলাকায় টিলাকাটায় জরিমানা, আটক ১

সিলেট শহরতলীর বিমানবন্দর থানা এলাকায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে টিলাকাটা অবস্থায় পুলিশ তাকে আটক করে। এসময় মাটিভর্তি একটি ট্রাক্টরও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ (২২) তিনি বিমানবন্দর থানার ইসলামপুর এলাকার কোনাটিলা গ্রামের বাসিন্দা। পরে, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার জরিমানা করে। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটে পরিচালক ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার টেবিল ৫ অনুযায়ী তাকে দণ্ড দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির।

বিএ-০২