নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ও ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন। সিটি করোপোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে সিসিকের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সিলেট মহানগর পুলিশের একটি দল।
অভিযানে সড়কের উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ১২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই এলাকার রাস্তার পাশ ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে সিসিকের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি এলাকায় সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়। এরপরও অবৈধভাবে তৈরি করা স্থাপনার মালিকরা স্থাপনা গুলো সরিয়ে নেননি।
সিসিক মেয়র বলেন, নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে নগরে এই অভিযান অব্যাহত থাকবে।
বিএ-০৪