সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২২, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন



সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও কয়েক দফা দাবি বাস্তবায়নের দাবিতে নগরে বিক্ষোভ সমাবেশ করেছেন ডিপ্লোমা প্রকৌশল ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের নেতারা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচির পালিত হয়।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের ‘আত্মঘাতি’ উদ্যোগ বন্ধ, ডিপ্লোমা প্রকৌশলদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহমুদুর রশীদ মসরুর। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ।

আরও বক্তব্য দেন, আইডিইবির সহসভাপতি মো. আব্দুর রহিম, বিউবো ডিপ্রকৌসের সাবেক সভাপতি মো. নূরুল হুদা চৌধুরী, আইডিইবির সাংগঠনিক সম্পাদক মো. খালেদুর রহমান, বিউবো ডিপ্রকৌসের সভাপতি মো. সাইদুর রহমান, আইডিইবির প্রচার সম্পাদক মো. মঈনুল ইসলাম চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, সিলেট পলিটেকনিক ইন্সটিটিইটের শিক্ষক মো. সালাহ উদ্দিন, বাপিডিপ্রকৌসের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম শাহিন, রেলওয়ে ডিপ্রকৌসের মো. শামিম হোসেন, সওজ ডিপ্রকৌস সুমন চন্দ্র দেব, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সহসভাপতি নূর মো. রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ‘এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করছেন। তারা দেশের উন্নয়নে প্রকৌশল ক্ষেত্রে অবদান রাখছেন। কিন্তু, আজ একটি কুচক্রি মহল বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের পদ-পদবী নিয়ে নীল নকশা তৈরির অপচেষ্ঠায় লিপ্ত।’

তারা নিজেদের আন্দোলনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি ও নির্দেশনা বাস্তবায়নের আন্দোলন দাবি করে বলেন, ‘আন্দোলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের কল্যাণকামী কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনো ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

বক্তারা আইইবির ন্যাক্কারজনক ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করে বলেন, ‘আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ক্ষেঁপাবেন না। নতুবা পরিণতি ভয়াবহ হবে।’

বক্তারা আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর মানবকল্যাণ মুখী রাজনৈতিক দর্শন এবং কর্মশক্তিতে বলিয়ান শিক্ষাদর্শন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে আইডিইবি সরকারের পাশেই থাকবে।’

সমাবেশ ও মিছিলে সদস্য প্রকৌশলী, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতা, পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

বিএ-০৬