সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, নিয়মিত কর প্রদান করে দেশের অর্থণীতি সমৃদ্ধ করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম উৎস হচ্ছে আয়কর। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করদাতাগণকে স্বেচ্ছায় ও স্ব-প্রণোদিতভাবে কর প্রদানে উৎসাহী করতে কর আইনজীবীরা ভ‚মিকা পালন করে যাচ্ছেন। তা প্রশংসনীয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরের মেন্দিবাগস্থ কার্যালয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত আয়কর বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। আয়কর বিষয়ক কর্মশালা থেকে আয়কর সম্পর্কে আইনজীবীরা অনেক অভিজ্ঞতা অর্জন করে দেশ ও জাতীয় উন্নয়নে আয়কর প্রদানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবেন বলে আমাদের প্রত্যাশা।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী, উপকর কমিশনার মো. আবু সাঈদ।
স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদুল হক। সমিতির পাঠাগার সম্পাদক সাঈদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত কর্মশালায় প্রায় শতাধিক কর আইনজীবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কর আইনজীবীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন কর কমিশনারসহ অতিথিবৃন্দ।
বিএ-০৮