সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিকে স্বাগত জানিয়ে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মিছিল বের করা হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি নগরের পিডিবি গেইট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল এলাকায় এক পথ সভায় মিলিত হয়।
পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেটের স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও বেগবান হবে। তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ কাজ করবে।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা শেখ লিমনুজ্জামান লিমন, পারভেজ মজুমদার, এরশাদ আহমদ, মোস্তাক আহমদ, করিম খান, সামির তালুকদার, শরিফুল ইসলাম মিঠু, সামসুল, রফিকুল ইসলাম, সজিব আহমদ, জাফর আহমদ, সোহেল আহমদ, শাহাদত, রিয়াদ আহমদ, সামু, সাগর, আলামিন, শপন, রাজু, নাইম, মুন্না, হৃদয় প্রমুখ।
বিএ-০৯