ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:৩০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর নতুন বাজার শাখার এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ওসমানীনগরে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুটের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের একটি টিম ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের কাছ থেকে এদের আনতে ঢাকার পথে রওনা দিয়েছে। আজ রাতের মধ্যেই সন্দেহভাজন উক্ত ৩জনকে ওসমানীনগর থানায় নিয়ে আসা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।
এর আগে গত শনিবার দিবাগত ভোরে (১২ সেপ্টেম্বর) চার জনের মুখোশপরা একটি দল উপজেলার সাদিপুর ইউপির শেরপুর নতুনবাজারস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে হানা দেয়।
এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তারক্ষীকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথের লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা করেন। এ ঘটনার ১০ দিন পর মঙ্গলবার রাতে ঢাকা মহানগর ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
ইউডি /বি এন-০৬