কাভার্ড ভ্যান-ট্রাক মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন



কাভার্ড ভ্যান-ট্রাক মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার

সারাদেশে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান সংগঠন দুটির নেতারা।

বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির সাংবাদিকদের জানান, তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের আশ্বাস পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

১৫ দফা দাবিতে মঙ্গলবার থেকে শুরু হ্ওয়া ধর্মঘট শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয় থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ধর্মঘটে প্রথম দিনে স্থবির হয়ে পড়ে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য আনা নেওয়ার কার্যক্রম।

১৫ দাবির মধ্যে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া বন্ধ, এখন পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দেওয়া এবং বন্ধ রাখা ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা উল্লেখযোগ্য।

বি এন-০৮