বিয়ানীবাজারে পুকুর থেকে দুর্গামুর্তি উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ২২, ২০২১
১০:১৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
১০:১৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে পুকুর থেকে দুর্গামুর্তি উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে পল্লীর পুকুর থেকে একটি স্বর্ণালী রংয়ের মুর্তি উদ্ধার হয়েছে। প্রতিদিন হাজারো নারী-পুরুষ মুর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন। তবে সনাতন ধর্মীয় লোকজন মুর্তিটি দেখার সুযোগ পেলেও অন্য ধর্মাবলম্বীদের তা দেখতে দেয়া হচ্ছেনা। পুলিশ বিষয়টি নজরদারী রেখেছে ।

জানা যায়, অনিক দাস দীর্ঘদিন থেকে কারো সাথে কোন কথা বলেন না। তার চলাফেরাও অন্য সবার চেয়ে আলাদা। দুর্গারমুর্তি পাওয়ার পর থেকে তিনি আরো বেশি নিরব হয়ে গেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সনাতন ধর্মের লোকজন এক নজর দেখতে ও ভক্তি দিতে ওই বাড়িতে ভীড় করছেন। সেখানে একটি মন্ডপও তৈরী করা হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে খুব সহজে পুকুরের জলে পাওয়া দুর্গার মুর্তি দেখতে দিচ্ছেনা উদ্ধারকারীরা। আবার অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে দর্শন না পেয়ে আটকানো দরজার সামনে ভক্তি দিয়ে প্রসাদ গ্রহণ করে ফিরে আসছেন। ওই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রবেশদ্বারে লেখা হয়েছে -ছবি তোলা নিষেধ।

বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূনাভ পাল চৌধুরী মোহন বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করার পর দর্শন পাইনি। তাড়া ছিল বলে যে ঘরে মা দুর্গাকে রাখা হয়েছে সেই দরজার সামনে ভক্তি দিয়ে এবং প্রসাদ গ্রহণ করে চলে আসি। ২-১দিনের মধ্যে আবার যাব। এবার দর্শন পেয়ে তবেই ফিরবো।  আরো অনেকেই দর্শন না নিয়ে ফিরে এসেছেন। আবার অনেকেই সকালের দিকে একবার দেখে পুনরায় দেখার অভিপ্রায় নিয়ে অপেক্ষা করছেন। দরজার একটু ফাঁক দিয়ে দুর্গা মুর্তি দেখতে পেয়ে উচ্ছ্বসিত অসিথ কর বলেন, অনেকের সৌভাগ্য হয়নি, কিন্তু আমি মায়ের (দুর্গা) কাছে কৃতজ্ঞ তিনি দর্শন দিয়েছেন।’ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী জানান, তার ইউনিয়নের নইরচক এলাকার অরুণ দাসের বাড়ির পুকুর থেকে দুর্গার স্বর্ণমুর্তি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া মুর্তির সাথে ২টি হাতবালা, ১টি ছোট কলসিও পাওয়া যায়। রাতে স্বপ্নের মাধ্যমে অরুণ দাসের ছেলে অনিক দাস পুকুরে মুর্তিসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে বলে দেখতে পান। পরদিন পুকুর থেকে ওইসব উদ্ধার করা হয়।

এ বিষয়ে অনিক দাসের বাবা অরুণ দাস জানান, কয়েকদিন আগে মা দুর্গার মুর্তিটি পেয়ে আমাদেরকে জানায়। এরপর থেকে আমরা মায়ের সেবাব্রত নিয়ে ব্যস্ত আছি।’ তবে কোন জায়গা থেকে মুর্তিটি পাওয়া গেছে কিংবা এটি স্বর্ণের মুর্তি কিনা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মা কি ধাতৃর রূপ নিয়ে এসেছেন এটা আমাদের কাছে বড় বিষয় নয়, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন- এটা আমাদের পরম পাওয়া।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, লোকমুখে শোনে আমি আমি পরিদর্শনে গিয়েছি, দুর্গা মুর্তিটি ওই বাড়ির মন্ডপে রাখা আছে। মুর্তি নিয়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘঠে এ বিষয়টি আমাদের নজরদারি রয়েছে।

এস এ/বি এন-১৩