জকিগঞ্জে চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতার প্রার্থিতা ঘোষণা

জকিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২১
১২:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
১২:১০ পূর্বাহ্ন



জকিগঞ্জে চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতার প্রার্থিতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদের হাওয়া লেগেছে জকিগঞ্জের গ্রামে-গঞ্জে। নির্বাচন ও প্রার্থী নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এবারের নির্বাচনে প্রবীণের চাইতে নবীন প্রার্থীরা বেশি তৎপরতা চালাচ্ছেন। ভোটারদের আলোচনায়ও নবীন প্রার্থীরা বেশি স্থান পাচ্ছেন। সকল রাজনৈতিক দলে নির্বাচনী তৎপরতা থাকলেও বিশেষ করে সরকারদলীয় নেতাকর্মীরা দলীয় প্রতীক পেতে তৃণমূলের সমর্থন আদায়ে সরব সময় পার করছেন

গতকাল মঙ্গলবার রাতে চৌধুরী বাজারে জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান।

মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বালেশ্বর বাবুর পরিচালনায় বক্তব্য দেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিদ উদ্দিন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বখতিয়ার হোসেন জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক চৌধুরী জাবেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কায়েস, কাজলসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, সেলিম আহমদ, চৌধুরী শামীম আহমদ, মিলন আহমদ, সুহেল আহমদ, জিলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী করা হলে কাজলসার ইউনিয়নে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে। এলাকার মানুষের সঙ্গে মোস্তাফিজুর রহমানের গভীর সম্পর্ক রয়েছে। নতুন ভোটারসহ আওয়ামী পরিবার তরুণ নেতৃত্ব চায়।


ওএফ/আরআর-০৪