শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২১
০৪:৪৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৪:৪৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রবাঁধন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের স্নাতকােত্তরের শিক্ষার্থী ইমামুল হোসাইন হৃদয় ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই বর্ষের শামীম রানা মনোনীত হয়েছেন।
বুধবার (২২সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের মদিনা মার্কেট সংলগ্ন রাইস এন্ড স্পাইস রেস্টুরেন্টে ৫৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন সরকার নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচএন/বিএ-০৭