শেরপুরে এটিএম বুথে ডাকাতি, ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৩, ২০২১
০৬:১২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন



শেরপুরে এটিএম বুথে ডাকাতি, ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

রিমান্ড আবেদনের জন্য আসামীদের আদালতে নিয়ে আসা হয়।

সিলেটের ওসমানীনগরের শেরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথে দুস্যতার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ আসামির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মাহবুবুর রহমান ভূইয়ার আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়।শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি শামীম আহমেদ, সাফি উদ্দিন জাহির, নুর মোহাম্মদ সেবুল ও আব্দুল হালিমকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিসিএল-০১/এএফ-০১