গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:১৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:১৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ৬০পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি উপজেলার ছৈলাখেল গ্রামের নশু মিয়ার ছেলে রজব আলী(২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় ও সহকারি উপপরিদর্শক (এএসআই) মারুফ আল মুকিতসহ সঙ্গীয় ফোর্স জাফলং চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রজব আলীকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ইয়াবাসহ এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রজব আলীকে আটক করা হয়। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এম এম/বি এন-০২