শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হলেন সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম

শাবি প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হলেন সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম। আগামী ১ অক্টোবর থেকে তিনবছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য নিয়োগপ্রাপ্ত হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহম্মদ সামিউল ইসলাম।

নিজের অনুভূতি ব্যক্ত করে সামিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার আমাকে এ মহান দায়িত্ব দেয়ার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, মোহাম্মদ সামিউল ইসলাম  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ২০১০ সালে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। বর্তমান তিনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া ২০১৫ সাল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 এইচ এন/বি এন-০৫