নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২১
০৪:৪৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১
০৪:৪৪ অপরাহ্ন
জামাত-শিবির চক্রের হাতে নির্মমভাবে নিহত শহীদ মুুনীর-তপন-জুয়েল এর ৩৩তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮৮ সনের ২৪ সেপ্টেম্বর তারা নির্মম হত্যাকাণ্ডে শিকার হন। এ উপলক্ষে আজ শুক্রবার নানা কর্মসূচি পালিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘাতক জামায়াত-শিবির চক্রের সব হত্যাকাণ্ডের বিচার এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল ৪টায় কোর্ট পয়েন্ট থেকে মিছিল, বিকেল ৫টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং সন্ধ্যা ৬টায় নগরের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচির আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সিলেট জেলা শাখা।
জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ছাত্রলীগ জেলা শাখার সভাপতি তাওহীদ এলাহী ও সাধারণ সম্পাদক ওয়ালী সোহান চৌধুরী সবাইকে যথাসময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএ-০৬