নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২১
০৪:০৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০৪:০৩ পূর্বাহ্ন
সিলেট নগরের আম্বরখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলার্সহোম স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহিরুল হক চৌধুরী (১৫) সিলেট নগরের ঘূর্ণী আবাসিক এলাকার মাহমুদ চৌধুরীর ছোট ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুতায়িত হয় শাহিরুল।
পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বিকেল তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে পরিবারের সদস্যরা তার লাশ বুঝে নিয়েছেন।’
বিএ-০১