ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:১৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:১৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কচুয়াবহর গ্রামের এক এসএসসি শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম তানজিম আহমদ (১৮) । । সে মো. শফিক মিয়ার ছেলে।
তানজিম শাহাজালাল এন জি এফ এফ স্কুলের এবারের এসএস সি পরিক্ষার্থী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বন্ধুর বাড়ি থেকে নোট আনতে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।
খোঁজ নিয়ে জানা যায় সে তার বন্ধুর বাড়িতে যায়নি। সকল আত্নীয় স্বজনদের বাড়ি যোগাযোগ করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
তার সন্ধান পেতে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, ডায়েরী নাম্বার ৯৮৫। যদি কোনো হৃদয়বান কোন ব্যাক্তি তার কোনো সন্ধান পান তাহলে এই নাম্বারে 01791682778,01632419626 যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এস সি/বি এন-০৩