নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০৬:৫৩ অপরাহ্ন
প্রস্তুত মঞ্চ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশ নগরীর রেজিস্ট্রারি মাঠে বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন ।
সমাবেশকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সবধরণের আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগ থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। নির্ধারিত সময়ে শুরু হয়ে সমাবেশ সন্ধ্যার আগেই শেষ হবে।’
আরএম/০৪