বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২২
০৪:৩৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০৪:৩৭ অপরাহ্ন
চলে গেলেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার ৯০ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১২ বছর বয়স থেকে গান গাওয়া শুরু। গানের জগতে তার পরিধি ছিল বিরাট। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগান, খেয়াল, ঠুংরি, আধুনিক গান-সব জায়গায় তিনি মুগ্ধ করেছিলেন তৎকালীন বাঙালি শ্রোতাকে।
স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’। আর গেল ২৪ জানুয়ারি ভারত সরকার রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ দিতে চেয়েছিল তাকে। কিন্তু অভিমানে তিনি তা প্রত্যাখ্যান করেন।
তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’, ‘মধুমালতী’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তুমি না হয়’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘যমুনা কিনারে‘, ‘গানে মোর কোন ইন্দ্রধনু’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, ‘কে তুমি আমারে ডাক’ , ‘চম্পা চামেলি গোলাপেরই বাগে’ , ‘এ গানে প্রজাপতি’ ও ‘এই পথ যদি না শেষ হয়’।
আরসি-০৫