ইভিএম ভার্চুয়ালি ম্যানিপুলেট করা সম্ভব না

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২২
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২২
০৯:৪৪ অপরাহ্ন



ইভিএম ভার্চুয়ালি ম্যানিপুলেট করা সম্ভব না
-ড. মুহম্মদ জাফর ইকবাল

টেকনিক্যাল পয়েন্ট থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানিপুলেট করা অসম্ভব বলে মন্তব্য করেছেন খ্যাতিমান কথাসাহিত্যিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আজ বুধবার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, কেউ বিশ্বাস করুক না করুক এটা তাদের রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি মেশিনের ভেতরে ম্যানিপুলেট করার সম্ভাবনা একদম নেই।

যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে অনুরোধ করব, তারা যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে জানান। তাদেরকে ইভিএম সম্পর্কে ডিটেইলস দেখানো হবে।

তিনি আরো বলেন, আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার সম্ভাবনা নেই।

বুধবার সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্তারিত জানতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। আমন্ত্রিত বিশেষজ্ঞ কমিটির প্রায় ৩০ জনের সঙ্গে এই বৈঠক হয়।


এএফ/০১