এসএসসি ‘৯১ ব্যাচের সহযোগিতায় বিশ্বনাথে মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৯, ২০২২
০৬:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২২
০৪:৩১ অপরাহ্ন



এসএসসি ‘৯১ ব্যাচের সহযোগিতায় বিশ্বনাথে মেডিকেল ক্যাম্প
পরিচালনায় রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জের চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। এসএসসি ‘৯১ ব্যাচের সহযোগিতায় বুধবার আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে চেকআপসহ ওষুধপত্র দেওয়া হয়। 

সাংবাদিক মুহিবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে রোগিদের চিকিৎসা প্রদান করেন ডা. আজিজুর রহমান লিটন, মিডওয়াইফ আলেয়া আক্তার লাকি। তাদের সহযোগিতা করেন সেচ্ছাসেবক শামীমা আক্তার মিতু, শাকিল নূর তালুকদার। এছাড়া মেডিকেল টিমে ছিলেন আসাদুল হাসান শিশির, হোসাইন মোহাম্মদ পবিত্র, মো. হাসান, মীর্জা ওয়ার্দাহ বেগ। ক্যাম্প চলাকালে পরিদর্শন করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু। 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুহিবুর রহমান, গ্রামবাসীর মধ্যে আনসার আলী, মুক্তার আলী, সাহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য কনক রঞ্জন দেবনাথ, সমিরন দে ঝুলন, রুপা মিয়া, গিয়াস উদ্দিন, অলক দে, ফারুক আহমদ, আলা উদ্দিন, ভক্ত কর, হাবিবুর রহমান, মিসির আলী।

এ ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত সেক্রেটারী সোয়েব আহমদ জানান, সিলেটের বন্যাকবলিত এলাকার দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা থেকে সিলেটে মেডিকেল টিম প্রেরণ করেছে। সিলেট ইউনিটের ব্যবস্থাপনায় বানভাসিদের জন্য পরিচালিত গোয়াইনঘাট, বিশ্বনাথসহ বেশ কয়েকটি স্থানে মোবাইল মেডিকেল ক্যাম্প হয়েছে। ঈদের পরেও এই ক্যাম্প চলবে বলে তিনি জানান।

এএন/০১