গরুর হাটে দুই পক্ষের সংঘর্ষে পাঠানটুলা রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১০, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২২
০৩:০৫ পূর্বাহ্ন



গরুর হাটে দুই পক্ষের সংঘর্ষে পাঠানটুলা রণক্ষেত্র

নগরের পাঠানটুলায় গরুর হাটের সিট নিয়ে দুই পক্ষের দীর্ঘ সংঘর্ষ থেমেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত থেকেই পাঠানটুলা পয়েন্টে অস্থায়ী বাজার বসানো হয়। আজ শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় একটি গরুর সিট কাটা নিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডা হয় ইজারাদারদের। এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসত্র নিয়ে সংঘর্ষ এ লিপ্ত হয়। এ সময় পাঠানটুলা পয়েন্ট থেকে লন্ডনী রোড পর্যন্ত রণক্ষেত্রে রূপ নেয়। স্থানীয় এলাকাবাসী পাঠানটুলা পয়েন্টে এবং অপরপক্ষ লন্ডনী রোড পয়েন্টে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

একটি সূত্র জানিয়েছে, যুবলীগ ও ছাত্রলীগ পাঠানটুলায় হাট বসিয়ে ছিল। 

আলম খান মুক্তি বলেন 'আমরা হাটের টেন্ডার এনিয়েছিলাম। এটি বৈধ হাট। কিন্তু পাঠানটুলার ছাত্রদল নেতা আফসর, সজীব সেখানে চাঁদা চায়৷ চাঁদা না পেয়ে তারা হামলা চালায়। ক্যাশবক্স ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

তবে আফসার খান বলেন,, 'এখানে হাট বসেছে কি না তা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তারা বিভিন্ন স্থান থেকে সিট কেটে নিয়ে আসা গরুর জন্য আবার সিট কাটছিল। এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের এলাকার বড় ভাইকে তারা ধাক্কা দেয়৷'

ক্যাশবাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা পুরোই মিথ্যা ও বানোয়াট বলে জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সিলেট মিররকে বলেন, 'এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কি নিয়ে সংঘর্ষ বা কারা জড়িত তা পরে জানা যাবে।'


এনএইচ-০১/এএফ-০২