সিলেট-সুনামগঞ্জে আরও ৬৭৯ পরিবারকে বিজিবির ত্রাণসামগ্রী প্রদান

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১০, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন



সিলেট-সুনামগঞ্জে আরও ৬৭৯ পরিবারকে বিজিবির ত্রাণসামগ্রী প্রদান


সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তা করে আসছেন। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করতে আসেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। 

এর পর থেকে প্রতিদিন সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন। বন্যার্তদের সাহায্যার্থে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর প্রয়োজনীয় নির্দেশনায় গত ৫ দিনে সিলেট-সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকায় আরও ৬৭৯টি বন্যার্ত পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে সিলেটের ৩৬৮টি ও সুনামগঞ্জের ৩১১টি পরিবার বিজিবির ত্রাণসামগ্রী পেয়েছেন।


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপির ভিতরগুল, কুলনছড়া ও শালটিঘর এলাকার ১৫০টি, জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় বিওপির ডিবিরহাওড় এলাকার ১৫০টি, মিনাটিলা বিওপির হামকিরমুখের ৫০টি, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপির নজিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৮টি পরিবার ত্রাণসামগ্রী পায়।, 

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বিওপির ফকিরটিলা এলাকার ১৫০টি, দোয়ারা বাজার উপজেলার সোনালীচেলা বিওপির মনতাজ নগর এবং পূর্বচারগাঁওয়ের ১০০টি, লাফার্জ বিওপির শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬১টি 

এএন/০২