নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২২
০২:১৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২২
০২:২৭ অপরাহ্ন
ঐতিহ্যবাহী শাহী ঈদগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সিলেটে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।
প্রধান জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রথম জামাতে ইমামতি করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা।
এ ছাড়া একই সময়ে হযরত শাহজালাল মাজার মসজিদ, হযরত শাহপরাণ মাজার মসজিদ ও কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে এবার তিনটি জামাত হয় সকাল ৭টা, ৮টা এবং ৯টায়। দেশের কোটি কোটি মুসলমান ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।
যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন।