আশ্রয়কেন্দ্রে বিবর্ণ ঈদ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১০, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন



আশ্রয়কেন্দ্রে বিবর্ণ ঈদ
সিলেট জেলার ২০ হাজার বন্যার্ত এখনও ঘরে ফিরতে পারেননি

সিলেট নগরের মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র। ফাইল ছবি

ঈদ মানে খুশি। পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠা। কিন্তু এবার সিলেটে ঈদ এসেছে ভিন্ন এক পরিস্থিতিতে। সাম্প্রতিক বন্যা কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের বাড়ি-ঘর, সর্বস্ব। এখনও জেলার ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। যারা বাড়ি ফিরতে পেরেছেন তারাও সর্বস্ব হারিয়ে নিঃস্ব। ঈদের আনন্দ নেই তাদের মনে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রবিবার জেলার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে ২০ হাজার ১২৫ জন মানুষ অবস্থান করছেন৷ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) আহসানুল আলম বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন। 

গত ১৬ জুন দ্বিতীয় দফা বন্যার কবলে পড়ে সিলেট৷ এর আগে গেল মে মাসে বন্যা কবলিত হয়েছিল সিলেট। তবে এবারের বন্যা অতীতের সব ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। বন্যায় জেলার ৪০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক লাখ মানুষ  জেলার ৬ শতাধিক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। এরপর ধীরে ধীরে পানি কমতে শুরু করলে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেন। তবে পানি না কমায় ও বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। উৎসব তাদেরকে ছুঁতে পারছে না। অন্যান্য দিন আর ঈদের দিনের মধ্যে তারা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। বরং এই দিনে সন্তানদের ভালো খাবার এবং নতুন কাপড় দিতে না পারার কষ্ট তাদেরকে আহত করছে।

এনএইচ-০২, এনপি-০৩