ঈদের দিনে বানভাসি মানুষের পাশে পুলিশ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১০, ২০২২
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২২
১১:৪৭ অপরাহ্ন



ঈদের দিনে বানভাসি মানুষের পাশে পুলিশ

বানভাসি মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে সিলেট জেলার ১১টি থানার মেসে রান্না করা মাংস-পোলাও খাবার বিতরণ করেছেন পুলিশের সদস্যরা। 

সিলেট জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার লামাকাজী ইউনিয়নের অন্তর্গত মাহতাবপুর সাকিনে বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করেন বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা। 

এ ছাড়া বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের অন্তর্গত বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে ৫০০ বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরন করেন বিয়ানীবাজার থানা পুলিশের সদস্যরা। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন খাদ্য বিতরণ কার্যক্রম তদারকি করেন। 

অপরদিকে, গোয়াইনঘাট থানার সদর ইউনিয়নের নয়াগ্রাম গুচ্ছ গ্রাম ও আলীরগাঁও গুচ্ছগ্রামের দুটি বন্যা আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করা হয়। 

সিলেটের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানা কোম্পানীগঞ্জ। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাইফুর রহমান কলেজ, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেন। জকিগঞ্জ থানা এলাকার পৌরসভার অর্ন্তগত পীরেরচকে একটি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫০ বানভাসি মানুষকে খাদ্য বিতরণ করা হয়। কানাইঘাটের সাতবাক ইউনিয়নের অন্তর্গত দলইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে কানাইঘাট থানা পুলিশের সদস্যরা। জৈন্তাপুর মডেল থানার নিজপাট ও দরবস্ত ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। গোলাপগঞ্জ থানার পৌরসভার অন্তর্গত বেদে পল্লীতে ও ফেঞ্চুগঞ্জ থানার সদর ইউনিয়নের অন্তর্গত ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক এবং বালাগঞ্জ থানার সদর ইউনিয়নের অন্তর্গত বালাগঞ্জ ডিগ্রী কলেজ আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করা হয়।

এনপি-০৬