ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৪, ২০২২
১১:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২২
১২:৪৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের নাম সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৪)। সুমায়েল উপজেলার কামারগাঁ গ্রামের ফাতির আহমদের ছেলে ও জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামের মাহমদ আলীর পুকুরে এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে সুমায়েল ও জাকিয়া ওই পুকুরটিতে নামে। এরপর তারা পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ উদ্ধার করেন। এই ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও পরিবার সূত্রে জানা গেছে।

বিএ-০৩