কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২২
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২২
০১:৫৪ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের এইচএসসি ব্যাচ ১৯৮৩ এর উদ্যোগে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার মুক্তিযুদ্ধা সংসদের সামনে ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে গৃহ নির্মাণের জন্য দুই বান ঢেউটিন, ২টি পরিবারকে তিন বান ঢেউটিন ও নগদ চার হাজার টাকাসহ ২৮ টি পরিবারকে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়াও উপজেলার লামাডিস্কিবাড়ি গ্রামের একটি প্রতিবন্ধী পরিবারকে একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এবং উপজেলার শিমুলতলা নোয়াগাওঁ গ্রামের একটি পরিবারের স্বচ্ছলতা ফেরানোর জন্য খেয়া পারাপারের কাজ করতে একটি ডিঙি নৌকা বানিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এমসি কলেজ এইচএসসি ব্যাচ ৮৩ এর আহ্বায়ক ও দেশের শীর্ষস্থানীয় কোম্পানি বারাকা গ্রুপের এমডি গোলাম রব্বানী চৌধুরী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি ম্যানেজার খায়রুল আক্তার চৌধুরী, সংগঠনের সদস্য ও সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সীমান্তিক গ্রুপের পরিচালক পারভেজ আলম, এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো তোতিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সাংবাদিক আবিদুর রহমান ও কবির আহমদ প্রমুখ।
এমসি কলেজ এইচএসসি ব্যাচ ৮৩ এর আহ্বায়ক ও বারাকা গ্রুপের এমডি গোলাম রব্বানী চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেন, এবারের বন্যায় সিলেট ও সুনামগঞ্জের মানুষ ঘর-বাড়িসহ গবাদিপশু প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের কলেজ জীবনের বন্ধুদের নিয়ে এইচএসসি ব্যাচ ৮৩ এর মাধ্যমে আমাদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের আমাদের পক্ষ থেকে সহযোগিতার এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অধ্যাপক মো তোতিউর রহমান জানান, এইচএসসি ব্যাচ ৮৩ এর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে কোম্পানীগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একটি পরিবারকে সম্পূর্ণ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং আরেকটি পরিবারকে রোজগার করার জন্য একটি ডিঙি নৌকা বানিয়ে দেওয়া হয়েছে।
এইচএসসি ব্যাচ ৮৩ এর অর্থায়নে খেয়া পারাপারের কাজ করার জন্য একটি নৌকা পেয়েছেন শিমুলতলা নোয়াগাওঁ গ্রামের তাজউদ্দিন (৪০)। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বন্যায় ঘরের মানুষগুলো ছাড়া সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছিল। এমন সময় উনাদের মাধ্যমে একটি নৌকা পেয়ে খেয়া পারাপারের কাজ করে রোজগার করে মাসহ ৭ জনকে নিয়ে সুখে শান্তি থাকতে পারব।
বিএ-০২