সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৬, ২০২২
০৩:২৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২২
০৩:২৫ অপরাহ্ন
সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল কাদির ( ২৭) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের পুত্র।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কাদিরকে জবাই করা হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিপক্ষের দেয়া আগুনে নিহত কাদিরের বসতঘরও পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়-স্বজনদের।
এ নিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনাও বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমণ করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, ৭-৮ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে।
আরএম-০১