শপথ নিলেন গোলাপগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির এলিম

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৭, ২০২২
০৬:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২২
০১:৫০ পূর্বাহ্ন



শপথ নিলেন গোলাপগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির এলিম

মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। 

আজ রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। 

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাঁকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শেষে দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( স্থানীয় সরকার) জাকারিয়ার পরিচালনায় শপথ গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম । বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে আয়োজিত শপথ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

পরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন তিনি। দুপুর ১টায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং উপজেলা প্রশাসন ফুল দিয়ে বরণ করে নেন। পরে মনজুর সাফি চৌধুরী এলিম উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে মনজুর সাফি চৌধুরী এলিম বলেন, ‘শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন ।  আপনারা সবাই ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশনকে বাস্তবায়ন করার  

দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য । আপনারা আমাকে পরামর্শ দিবেন। জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য কাজ করে যাবো। এসময় বিপুল ভোটে নির্বাচিত করায় গোলাপগঞ্জবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকলের নিকট  সহযোগিতা কামনা করেন । এসময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মৌসুমি মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুবিন জায়গীরদার, রফিক আহমদ মাখন, শাহেদ চৌধুরী, রুকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর হানিফ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সামাদ, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহমদ, 

উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, নির্বাহী সদস্য আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন,  জাফরান জামিল, অরুন দে, সৈয়দ এহতেশামুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফ চৌধুরী কফি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জিলু, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর । এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বিপুল ভোটে জয়লাভ করেন।

এর আগে ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম ৪৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি শফিক উদ্দিন পেয়েছিলেন ১৬ হাজার ৭০৭ ভোট।

চলতি বছরের ২৯ জানুয়ারি আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুববরণ করেন। তাঁর মৃত্যুর ৮৫ দিন পর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এএফ/০৩