বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাবের জেরে কানাইঘাটের নাজিম হত্যা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৯, ২০২২
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২২
০২:৫২ পূর্বাহ্ন



বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাবের জেরে কানাইঘাটের নাজিম হত্যা
রহস্য উদঘাটন, বন্ধু রুহেল গ্রেপ্তার

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ এলাকায় সুরমা নদীর তীর থেকে গত ১৩ জুলাই নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে নিজামের বন্ধু রুহেল আহমেদ রেকেলকে আটক করেছে পুলিশ।

স্বীকারোক্তিতে রুহেল জানিয়েছে, দুই বন্ধু মিলে প্রায়ই ভাড়াটে নারীদের নিয়ে অসামাজিক কাজে জড়াতেন। সম্প্রতি নিজের স্ত্রীকে অসামাজিক কাজে জড়ানোর জন্য নাজিম প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি তাকে হত্যা করেছেন।

নিহত নাজিম রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে। আর রুহেল আহমেদ রেকেল একই এলাকার মহরম আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ১৩ জুলাই রাজাগঞ্জ ইউনিয়নের অন্তর্গত খালাইউরা নামক স্থানে সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। পরে জানা যায়, মরদেহটি নিজ রাজাগঞ্জ গ্রামের মনির উদ্দিনের পুত্র নাজিম উদ্দিনের।

ঘটনার রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মো. লুৎফর রহমান এবং কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিমমের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করে প্রকৃত আসামি গ্রেপ্তারে দ্রæত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমদ।

কমিটির সদস্যরা কানাইঘাট থানায় হত্যা মামলা রুজুর পর মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই দেবাশীষ শর্মাকে ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধারের দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জেলা পুলিশের তথ্য প্রযুক্তি ইউনিট ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন দিকবিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মহরম আলীর পুত্র রুহেল আহমেদ রেকেল ডাকে। সংশ্লিষ্টতা পাওয়ায় সোমবার তাকে আটক করা হয়। পুলিশকে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় রুহেল।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিকটিম নাজিম ও তার মধ্যে ঘনিষ্ট সম্পর্ক ছিল। মাঝে মধ্যে তারা বাইরে থেকে নারী এনে অসামাজিক কাজ করতো। ঈদের পরে নাজিম তাকে পতিতা আনতে বলে। এতে ব্যর্থ হওয়ায় নিজের স্ত্রীকে এ কাজে নিয়ে আসার প্রস্তাব দেয়।

পুলিশ আরও জানায়, এসব কথা বলার পর রুহেল বাড়িতে চলে যায়। রাত সাড়ে ৮টার পর নদীপাড়ে গিয়ে দুজনে সিগারেট পান করছিল। কথা বলার এক পর্যায়ে নাজিম আবারও একই প্রস্তাব দিলে ক্ষুব্ধ রুহেল কাঠের বস্তু দিয়ে নাজিমের মাথায় উপর্যুপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়। পরে সে নাজিমের মুঠোফোন ও নগদ টাকা নিয়ে বাড়ি চলে যায়।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ/০৫