ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২১, ২০২২
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনাম বকস (২৬) নামে একজনে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আজ বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর দিগর-গয়াসপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত এনাম উপজেলার উসমানপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ছালিক বকসের ছেলে। 

জানা গেছে, মহাসড়কের তাজপুর বাজারের দিগর-গয়াসপুর রোডের সামনে সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৯০৫৩) একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে এনাম বকস (২৬) নামের একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত যান দুটো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


ইউডি-০১/এএফ-০১